যে কিছু পারেনা,
সে কবিতা লিখে ।
নানান শব্দে
হারানো নিজেকে,
জড়িয়ে রাখে ।
সোজা জিনিস
বিলাসী হয়ে
ঘুরিয়ে দেখে,
সাধারণ কোন পাখির কাছেও
উড়তে শেখে ।
চলতি স্রোতে ভাসতে গিয়েও
যায় যে বেঁকে।
স্বপ্ন হারা পৃথিবীটা
ছন্দে মাখে ।
যে কিছু পারেনা
সে কবিতা লিখে ।
সে কবিতা লিখে ।
নানান শব্দে
হারানো নিজেকে,
জড়িয়ে রাখে ।
সোজা জিনিস
বিলাসী হয়ে
ঘুরিয়ে দেখে,
সাধারণ কোন পাখির কাছেও
উড়তে শেখে ।
চলতি স্রোতে ভাসতে গিয়েও
যায় যে বেঁকে।
স্বপ্ন হারা পৃথিবীটা
ছন্দে মাখে ।
যে কিছু পারেনা
সে কবিতা লিখে ।
No comments:
Post a Comment