Sunday, June 3, 2018

রগরগে রমণের রঙ্গন।

তোমার বুক ঝাঁঝরা হয়ে যাওয়ার আগে
তুমি কি একবার তাকিয়ে ছিলে নিরপেক্ষ নক্ষত্রের দিকে?
একটু পর যেখানে তুমি চলে যাবে 
মিথ্যার মর্মান্তিক মহা-আক্ষেপ মাথায় নিয়ে;

তোমার মস্তিষ্কের নিউরনের ভেতর  তখন কি

ভেজে উঠেছিল দূর ভৌতিক জাহাজের সাইরেন অথবা 
আত্মজাদের আত্মার অকৃত্তিম আর্তনাদ?
যাঁদের নি:শ্বাস তুমি ভীষণ লুকিয়ে রাখতে 
তোমার হৃৎপিন্ডের আরক্ত অনুভাঁজে।

সীমাহীন ষড়যন্ত্রের সীসা তোমাকে শেষ 

সম্ভাষণ জানালো মধ্যরাতে নষ্ট রাজনীতির মতো।।

No comments:

Post a Comment