নিশ্চয়ই বহুবার শুনেছো
তুমি কত সুন্দর !
আমিও যদি বলি
তবে বিরক্ত হবে?
হলে হবে,
আমার তাতে কি?
তোমাকে বিরক্ত না করে
আমার লাভ কি?
যদি বিরক্ত না করি
তবে কি নীল দিগন্তের নীলে
আমায় ভাসাবে?
তখন কি পাবো
অবিচল তোমায় দেখার অধিকার?
জানো নিশ্চয়ই, আমার অন্ধকার ভালো লাগে,
তুমি কি সেদিন তবে নিশিবাতি জ্বালবে না?
উত্তর যদি দ্বিধান্বিত-
তবে আর বিরক্ত করি না কেন?
বারবার বলি শোন, তুমি সুন্দর !
তুমি কত সুন্দর !
আমিও যদি বলি
তবে বিরক্ত হবে?
হলে হবে,
আমার তাতে কি?
তোমাকে বিরক্ত না করে
আমার লাভ কি?
যদি বিরক্ত না করি
তবে কি নীল দিগন্তের নীলে
আমায় ভাসাবে?
তখন কি পাবো
অবিচল তোমায় দেখার অধিকার?
জানো নিশ্চয়ই, আমার অন্ধকার ভালো লাগে,
তুমি কি সেদিন তবে নিশিবাতি জ্বালবে না?
উত্তর যদি দ্বিধান্বিত-
তবে আর বিরক্ত করি না কেন?
বারবার বলি শোন, তুমি সুন্দর !
No comments:
Post a Comment