Sunday, May 20, 2018

যেদিন তুমি পাশে থাকবে

যেদিন তুমি পাশে থাকবে
দেখে নিও,
একটুও বিরক্ত করবোনা তোমাকে;
আমি ঠিক ঠিক নিকষ কালো অন্ধকারে তোমাকে রেখে
টেবিল ল্যাম্প জ্বালিয়েই পড়তে বসবো ...
এক হাতে তোমার মাথায় হাত বুলাবো,

অন্য হাতে বই-
মাঝে মাঝে বই থেকে চোখ তুলবো,
দেখবো-
মৃদু আলোয় 
পৃথিবীর সকল মায়া যেন 
তোমার মুখে আলো-ছায়ার খেলায় মগ্ন,
দেখবো-
আশ্চর্য এক প্রেমময় নিশীথনিবিড় ঘুম ।

No comments:

Post a Comment