Wednesday, June 6, 2018

বৃষ্টি

আহ মিষ্টি !
নরম তুলায়
ভাসে সুখ,
মেঘের ওপারে 
কিছু বৃষ্টি ।

মাখনে কোমলে
যেন স্বাদ
পূর্ণিমা চাঁদে
প্রিয় রাত,
ধোঁয়া ধোঁয়া আবছায়া দৃষ্টি,
মেঘের ওপারে কিছু বৃষ্টি,
আহ মিষ্টি! 

রেশমে বুননে 
যেন চাই,
লজ্জায় তবু 
মরে যাই,
গলে পড়ে পাথরের সৃষ্টি,
মেঘের ওপারে কিছু বৃষ্টি, 
আহ মিষ্টি! 

No comments:

Post a Comment