Friday, June 1, 2018

প্রিয়তমেষু বুঝে নিও

প্রেয়সী কিছু
আড়ালে থাকে,
মেঘের ওপারে 
নীলের মুখোশে
লুকিয়ে বাঁচে ।

গোপনে আশে

খোপায় বেলীফুল,
কখনো শোনাবে 
'সুনীল' বা 'নজরুল'।

কপট মানে যে 

খুঁজবে আদর 'তার'
প্রেয়সী এমন
বোঝার সাধ্য কার? 

No comments:

Post a Comment