Monday, May 21, 2018

আজ বিকেলে

অনর্থকেই উষ্ণ ভীষণ মন-
সে খবরটা যে করে হোক
লিখুক, বলুক, ছলকে উঠুক
আকাশ,মাটি ঝলসে উঠুক
তার হৃদয়ে যে করে হোক
জানা প্রয়োজন - 
তার বিরহে এই সময়ে
দীর্ঘ আয়োজন ।

প্রজাপতির পাখায় করে ভর

বসন্ত আজ রইলো উচাটন,
মায়ার সুরে তোমার তরে ওই
আজ বিকেলেই নিবিড় নিমন্ত্রণ ।
কালো মেঘের ডানায় ঝড়ের দাগ,
রক্তে তোমার সম্মোহনী ডাক,
ভাসে যদি আজকে মেঘের দল,
নিন্দুকেরা করুক নিরীক্ষণ,
এই সময়ে তোমার আমার 
খুব গোপনে হারিয়ে যাবার,
বিভোর হবে মধুরিমার 
মিষ্টি আলাপন ।

No comments:

Post a Comment