About me


আমি পেশায় একজন চিকিৎসক হলেও শিল্প-সাহিত্যের প্রতি অসীম আগ্রহ নিয়ে সমান্তরালে পথ চলেছি এতদিন । মন কিছুটা অভিমানী হয়ে উঠলে নিজেও কলম ধরি । মনের কথাগুলো গুছিয়ে লেখার প্রেরণা পাই যাদের লেখণী দেখে, তাদের সামনে নিজেকে কবি ভাবার দুঃসাহসও করিনা । আমি লেখি আমার মননের তাগিদে, আপনার জীবনের সাথে মিলে গেলে, কিংবা মগজের কোন এক কোণে অনুরণন ঘটালেই এ লেখনী গুলো সার্থক হবে । মোটের উপরে কেউ যদি সামান্য তাচ্ছিল্য ভরেও পড়ে, তবুও তো পড়বে । 

সব লেখকের মনে প্রচ্ছন্ন ইচ্ছা থাকে সমাজের প্রগতিকে তরান্বিত করায় ভূমিকা রাখার পাশাপাশি মানবিক গুণাবলিকেও অনুশীলন করা । সে অনেক দূরের স্বপ্ন আমি দেখে যাই, জেগে জেগে, এমনকি ঘুমের ঘোরেও।

No comments:

Post a Comment