হৃদয়ে ধারণ করেছি প্রিয়তমা
সশরীরে সর্বত্র থাকা না থাকায় কি আসে যায়?
প্রেমতো এক অনন্ত দহনের নাম
এ প্রেমই আবার ফুলের বাগান
এ প্রেমই আবার ফুলের বাগান
চোখ বন্ধ করলেইতো পেতে পার আমাকে
দূরে থেকে খানিক না হয় পুড়ালে বিরহে নিজেকে
প্রাপ্তিতে সুখ, অপ্রাপ্তিতে বিরহ আবেগ ঘনমেঘ ভাসে
অবশেষে দু'চোখ বেয়ে কান্না হয়ে নেমে আসে
খুব বেশি ভালবাসলেই এভাবে কাঁদা যায়...
ক'জন আছে কান্নার এ সুখ পায়?
আহা! আমরাতো ভালবাসি
তাই এভাবে কাঁদতে পারি...
এ নিখাদ কান্নার স্ফটিক স্বচ্ছ জল
আমাদের আগামি পথ চলার দৃঢ় মনোবল...
আমাদের আগামি পথ চলার দৃঢ় মনোবল...
সকাল ১১.৪৮ মিনিট
১৯/০২/ ২০১৮ ইং
রামপুরা বনশ্রী,ঢাকা।
লেখাটি শ্রদ্ধেয় টিপু রহমান ভাইয়ের অনুমতিক্রমে উনার ফেসবুক টাইমলাইন হতে নেয়া হয়েছে।
১৯/০২/ ২০১৮ ইং
রামপুরা বনশ্রী,ঢাকা।
লেখাটি শ্রদ্ধেয় টিপু রহমান ভাইয়ের অনুমতিক্রমে উনার ফেসবুক টাইমলাইন হতে নেয়া হয়েছে।
No comments:
Post a Comment