তোমায় ভেবে
রাত্রি জেগে,
হয়নি দেখা
আমার সূর্যোদয়,
রোজ রোজ না-
মাঝে মাঝে
আমার এমন হয়...
সূর্যটা তাই মান করেছে,
দিনটা যে আজ
কেমন ঘোলাটে ,
তোমায় ভেবে
দিনেও যে
চোখ রাখিনি
বইয়ের মলাটে।
অবহেলায় দূর করেছি
আকাশ থেকে
নামা ছোট্ট প্রেম,
তোমায় ভেবে
শুধু তোমায়
দিনটা হলো
চার দেয়ালের ফ্রেম।।
রাত্রি জেগে,
হয়নি দেখা
আমার সূর্যোদয়,
রোজ রোজ না-
মাঝে মাঝে
আমার এমন হয়...
সূর্যটা তাই মান করেছে,
দিনটা যে আজ
কেমন ঘোলাটে ,
তোমায় ভেবে
দিনেও যে
চোখ রাখিনি
বইয়ের মলাটে।
অবহেলায় দূর করেছি
আকাশ থেকে
নামা ছোট্ট প্রেম,
তোমায় ভেবে
শুধু তোমায়
দিনটা হলো
চার দেয়ালের ফ্রেম।।
No comments:
Post a Comment