কাঁপা কাঁপা তোমার কোমল ঠোঁটে
রোজ যেন সদ্য গোলাপ ফোটে,
চকচক করা তোমার বক দাঁতে
জোনাকিরা হাসে প্রতি রাতে,
তুলতুলে ওই প্রিয় দুই গাল
লজ্জা পেয়ে অল্পতে হয় লাল!
তোমার নাক বেয়ে উপরেতে যেয়ে
দু'পাশে দু'চোখে-দেখি মায়ার সাগর,
সেখানেতে ডুবে জানিনা তো কত
রাত শেষে করেছি যে ভোর।
দেখে তোমার যুগল ভ্রু-
ভাবি এইতো তবে শুরু,
কপালে যেয়েও করতে পারিনি শেষ,
আজ ফুলের অভিযোগে যুক্ত
আমার কবিতায় হলো মুক্ত
তোমার কালো মেঘের কেশ।
কবিতাটি আব্দুল্লাহ বিন জাহিদ ভাইয়ের অনুমতিক্রমে তার ফেসবুক হতে নেয়া হয়েছে।
রোজ যেন সদ্য গোলাপ ফোটে,
চকচক করা তোমার বক দাঁতে
জোনাকিরা হাসে প্রতি রাতে,
তুলতুলে ওই প্রিয় দুই গাল
লজ্জা পেয়ে অল্পতে হয় লাল!
তোমার নাক বেয়ে উপরেতে যেয়ে
দু'পাশে দু'চোখে-দেখি মায়ার সাগর,
সেখানেতে ডুবে জানিনা তো কত
রাত শেষে করেছি যে ভোর।
দেখে তোমার যুগল ভ্রু-
ভাবি এইতো তবে শুরু,
কপালে যেয়েও করতে পারিনি শেষ,
আজ ফুলের অভিযোগে যুক্ত
আমার কবিতায় হলো মুক্ত
তোমার কালো মেঘের কেশ।
কবিতাটি আব্দুল্লাহ বিন জাহিদ ভাইয়ের অনুমতিক্রমে তার ফেসবুক হতে নেয়া হয়েছে।
No comments:
Post a Comment