ভাবনাগুলো জীবন থেকে অনেক দূরে সরে যায়
জীবন শুধু তার নিয়মেই বয়ে যায়
না শুনে না আমার কথা,
না শুনে সে তোমার কথা।
আমরা কেবল দেখতে পারি
দেখতে পারি বয়ে চলা জীবনটা।
অনেক কিছু করতে পারি ভাবনা আসে-
করতে গেলেই বুঝতে পারি জীবন কি সে,
সেই তো জীবন সুখে-দুখে আটাকে থাকা।
জীবন শুধু তার নিয়মেই বয়ে যায়
না শুনে না আমার কথা,
না শুনে সে তোমার কথা।
আমরা কেবল দেখতে পারি
দেখতে পারি বয়ে চলা জীবনটা।
অনেক কিছু করতে পারি ভাবনা আসে-
করতে গেলেই বুঝতে পারি জীবন কি সে,
সেই তো জীবন সুখে-দুখে আটাকে থাকা।
No comments:
Post a Comment