Friday, June 1, 2018

গিয়েছি হারিয়ে

হতাশায়
মনে হয়-
ভেঙ্গে যাই
গুঁড়িয়ে,
জ্বলে মন
প্রতিক্ষণ-
মারে যে 
পুড়িয়ে।

সময়টা 

চলে যায়-
আমি ঠায়
দাঁড়িয়ে,
হিসেবের
খাতাটা-
রাখে ঋণ
বাড়িয়ে।

আঁধারে

কুয়াশায়,
একা পা-য়
বেড়িয়ে,
দূরন্ত
পথ ধরে,
সীমানা
ছাড়িয়ে-
আসবোনা 
ফিরে আর,
গিয়েছি 
হারিয়ে।।  

No comments:

Post a Comment