Tuesday, May 22, 2018

প্রশ্রয়, প্রশান্তি আর প্রেম


তুমি আমাকে প্রশ্রয় দিয়ো না -
তোমার যুগল ঠোঁটে চেপে থাকা মুচকি হাসি-
প্রচ্ছন্ন ইশারা হবে আমার কাছে,
তোমার বলে যাওয়া এলোমেলো শব্দ-  
হয়ে যাবে অনবদ্য কবিতা । 

বহুকালের অযত্নে বেড়ে ওঠা হৃদ্যতা-
হঠাৎ যত্নে ব্যাকুল হতে চায়,
তাইতো বলি- 
ওরকম আগ বাড়িয়ে আমার খবর নিয়োনা ।

একটু হেসে বলে যাও যদি- 
শ্রাবণ মেঘের খবর,
আমার ভাবনার নদী 
দু'কুল ছাপিয়ে যায়,
ভেবে বসি,আরে এই বুঝি বরষা এলো!

আবারো বলছি,
হ্যাঁ,তোমাকেই বলছি,
মিনতি করছি,প্রার্থনা করছি,
এভাবে তুমি প্রশ্রয় দিয়ো না,
আমার অজান্তেই সেসব প্রেম হয়ে যাবে!

No comments:

Post a Comment