Thursday, May 31, 2018

একটি নারীবাদী অথবা বাস্তববাদী ছড়া

একশ্রেণীর এক জাতি আছে, পুরুষ তাহার নাম
নামেই সেরা, কর্মে কি রূপ ? তাই করি বয়ান

তারাই নাকি সর্বশ্রেষ্ঠ, সকল কাজের কাজী

বউ মরিলে ফের জুটাবে, তিনটে মাসের বাজি
কারণ নাকি! পুরুষ মানুষ কেমনে একা থাকে!!
যত্ন-আত্তি কে করিবে, অসুখে-বিসুখে ?!

ট্রেনে-বাসে, অফিস পাড়ায়, মেয়েরা চুপ-ই থাকে

রাজনীতি আর খেলার তরে , পুরুষ তুবড়ি ছোটায় মুখে
বেশি বলার অপবাদ তাও মেয়ের দিকেই যায়,
তারা ইচ্ছেমতোই কানুন সাজায় নিজের সুবিধায় ।

কায়া-মায়া, মননে ও গুণে অদ্বিতীয়া নারী

নজরুলের-ই শস্যলক্ষী, রঙে রূপে সঞ্চারি
সম্মানটা দেখাও শুধু, প্রাপ্য এটা তাদের
ভাঙবেনা জোড় ,ভাঙবেনা ঘর, আর সংসারটা সাধের।

No comments:

Post a Comment