বাদলে প্রথম যে কদম ফুলটি পৃথিবীতে পদধ্বনি জানিয়েছে,
তারই জন্য এই বাদল দিনের আগমন।
ভরা বাদলে নৌকোয় ঘোরা ছিল
জীবনে অদ্ভুত ভালো লাগার শিহরিত দিন,
যা শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হবে।
কিন্তু ঝমঝম বৃষ্টিতে রিকশায় চড়ে দূরে
কোথাও আজ হারিয়ে যেতে পরিনি।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
বোধ হয় আমার জন্য আজ নয়।
এই বাদলের সবুজ, সজীব ধারার অপূর্ণ ইচ্ছাগুলোর পূর্ণতা
নিয়ে ঝরে পড়ুক অঝোরধারায়...
তারই জন্য এই বাদল দিনের আগমন।
ভরা বাদলে নৌকোয় ঘোরা ছিল
জীবনে অদ্ভুত ভালো লাগার শিহরিত দিন,
যা শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হবে।
কিন্তু ঝমঝম বৃষ্টিতে রিকশায় চড়ে দূরে
কোথাও আজ হারিয়ে যেতে পরিনি।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
বোধ হয় আমার জন্য আজ নয়।
এই বাদলের সবুজ, সজীব ধারার অপূর্ণ ইচ্ছাগুলোর পূর্ণতা
নিয়ে ঝরে পড়ুক অঝোরধারায়...
No comments:
Post a Comment