অবাক জোছনায় ভেসে যায় হায়
অনন্ত চরাচর
মিলনের কথা,আসে কেন হেথা
বেঁধেছি বালির ঘর,
ধূলোকুটো হয়ে মিশে আছি ওরে
পড়ে আছি পথের পর,
অজানা পথের একাকী পথিক
জানিনা কে আপন কে পর।
নাসরীন আখতার ০৮|০৬|২০১৮ইং
অনন্ত চরাচর
মিলনের কথা,আসে কেন হেথা
বেঁধেছি বালির ঘর,
ধূলোকুটো হয়ে মিশে আছি ওরে
পড়ে আছি পথের পর,
অজানা পথের একাকী পথিক
জানিনা কে আপন কে পর।
নাসরীন আখতার ০৮|০৬|২০১৮ইং
No comments:
Post a Comment