Friday, June 15, 2018

চন্দ্রাহত ০১

অবাক জোছনায় ভেসে যায় হায় 
অনন্ত চরাচর 
মিলনের কথা,আসে কেন হেথা  
বেঁধেছি বালির ঘর, 
ধূলোকুটো হয়ে মিশে আছি ওরে 
পড়ে আছি পথের পর, 
অজানা পথের একাকী পথিক 
জানিনা কে আপন কে পর।  


নাসরীন আখতার ০৮|০৬|২০১৮ইং

No comments:

Post a Comment