কই রে আমি?
নাই দেখা নাই
আমার আমি আজ,
খুঁজে বেড়াই নিত্যদিনে
মনের প্রতি ভাঁজ।
মনের ভাঁজে প্রতি কাজে
দ্বিধা এবং দ্বন্দ্ব,
আলোয় পোড়া চোখের ছলে
আমায় সাজায় অন্ধ।
শুনতে যে পাই,
তুমি নাকি
দূর বিদূরে দেখো?
'আমি'হারা আমায় তবে
সেই মধুতে মাখো।
মধুর চাকে দামের বহর,
মিথ্যা সুখের ছাপ,
বিনে কথায়
কথা রটায়,
মস্ত তোমার পাপ।
আমার পাপে তোমার পাপে
দারুন কাটাকাটি,
এবার তবে পেলে আমায়
ঘু্ঁচবে ঘাঁটাঘাঁটি।।
নাই দেখা নাই
আমার আমি আজ,
খুঁজে বেড়াই নিত্যদিনে
মনের প্রতি ভাঁজ।
মনের ভাঁজে প্রতি কাজে
দ্বিধা এবং দ্বন্দ্ব,
আলোয় পোড়া চোখের ছলে
আমায় সাজায় অন্ধ।
শুনতে যে পাই,
তুমি নাকি
দূর বিদূরে দেখো?
'আমি'হারা আমায় তবে
সেই মধুতে মাখো।
মধুর চাকে দামের বহর,
মিথ্যা সুখের ছাপ,
বিনে কথায়
কথা রটায়,
মস্ত তোমার পাপ।
আমার পাপে তোমার পাপে
দারুন কাটাকাটি,
এবার তবে পেলে আমায়
ঘু্ঁচবে ঘাঁটাঘাঁটি।।
No comments:
Post a Comment