Thursday, May 31, 2018

তুমি এবং তুমি বলেই

তোমার জন্যে
থরে থরে
বহু মেঘের
কৃষ্ণ রাত,
তোমায় বিনে
এই প্রহরে
হাতে কি আর
থাকবে হাত??

তোমার জন্যে
জলছবিটা
রংতুলিতে
রাঙেনা,
তোমায় ভেবে
আমি জেগে,
ঘুমটা তোমার
ভাঙেনা।

থাকতে পারো
অবিশ্বাসে,
কিন্তু,বরং,
কেন-র দলে,
এমন মধু
সত্যি শুধু
আমিই এবং
আমি বলে।

বিষের দেয়াল
তোমার খেয়াল
ভালোবাসায়
মধুর হোক,
তুমি এবং
তুমি বলেই
এ কবিতায়
আমার ঝোঁক । 

No comments:

Post a Comment