Wednesday, May 23, 2018

অবশেষে

কি অদ্ভুত!

একটা এস।এম।এস লেখার কেউ নেই আমার ।

একটা চিঠি, তাও যদি পাঠাতাম কারো কাছে,

যে কিনা ভাসে ধবল সাদার দেশে।

একটা গান যদি শোনাতে পারতাম,

নিদেনপক্ষে দুয়েকটি লাইন !

এমন গানের শেষে যেন নিরবতা আসে ।

একটা কবিতা যদি জানতাম !


মাঝে মাঝে মনে হয়, শখ হয় –

যদি এমন কেউ থাকতো

হয়তো ভোরে কিংবা গোধূলী বেলায়

দুয়েক ছত্র আবৃত্তি করতাম সশব্দে !


মাঝরাতে কারো পাশে নিবিষ্টে বসে,

হাত ধরা হয়না আমার।

শরতে মেঘের ভেলায় ভেসে, আকাশে

কারো কথা ভেবে ফুল কেনা চাইনা আমার ।

দিনের শেষে এ পথে কেউ থাকেনা,

ভালোবেসে, কিংবা কিছুটা রাগ, ঘৃণা, অনুরাগে ।


জানি কেউ নেই, কিছু নেই আমার – ভালোবাসবার ।

হয়তো ছিলোনা কখনো থাকবার...

লেখাটি প্রিয় শামীম ভাইয়ের অনুমতিক্রমে ফেসবুক থেকে সংগৃহীত

No comments:

Post a Comment