Friday, June 15, 2018

চন্দ্রাহত ০১

অবাক জোছনায় ভেসে যায় হায় 
অনন্ত চরাচর 
মিলনের কথা,আসে কেন হেথা  
বেঁধেছি বালির ঘর, 
ধূলোকুটো হয়ে মিশে আছি ওরে 
পড়ে আছি পথের পর, 
অজানা পথের একাকী পথিক 
জানিনা কে আপন কে পর।  


নাসরীন আখতার ০৮|০৬|২০১৮ইং

Wednesday, June 13, 2018

অপূর্ণ ইচ্ছাগুলোর পূর্ণতা

বাদলে প্রথম যে কদম ফুলটি পৃথিবীতে পদধ্বনি জানিয়েছে,
তারই জন্য এই বাদল দিনের আগমন।
ভরা বাদলে নৌকোয় ঘোরা ছিল
জীবনে অদ্ভুত ভালো লাগার শিহরিত দিন,
যা শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হবে।
কিন্তু ঝমঝম বৃষ্টিতে রিকশায় চড়ে দূরে
কোথাও আজ হারিয়ে যেতে পরিনি।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
বোধ হয় আমার জন্য আজ নয়।
এই বাদলের সবুজ, সজীব ধারার অপূর্ণ ইচ্ছাগুলোর পূর্ণতা
 নিয়ে ঝরে পড়ুক অঝোরধারায়...

জীবন থেকে অনেক দূরে

ভাবনাগুলো জীবন থেকে অনেক দূরে সরে যায়
জীবন শুধু তার নিয়মেই বয়ে যায়
না শুনে না আমার কথা,
না শুনে সে তোমার কথা।
আমরা কেবল দেখতে পারি
দেখতে পারি বয়ে চলা জীবনটা।
অনেক কিছু করতে পারি ভাবনা আসে-
করতে গেলেই বুঝতে পারি জীবন কি সে,
সেই তো জীবন সুখে-দুখে আটাকে থাকা।

Monday, June 11, 2018

এই চোখ দেখে তুমি বুঝবে না , কতোটা ভাঙনের চিহ্ন
জীবনের কতটা পরাজয় ছুঁয়ে তার বেড়েছে বয়সের মেধা ।
অভিমানে কণ্ঠ বুজে আসে , নিরপরাধ বাসনার
চোখে স্বচ্ছ কাঁচের মতো জমে থাকে জল , টলমল-
তবু ঝরেনা কখনো .......

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Wednesday, June 6, 2018

বৃষ্টি

আহ মিষ্টি !
নরম তুলায়
ভাসে সুখ,
মেঘের ওপারে 
কিছু বৃষ্টি ।

মাখনে কোমলে
যেন স্বাদ
পূর্ণিমা চাঁদে
প্রিয় রাত,
ধোঁয়া ধোঁয়া আবছায়া দৃষ্টি,
মেঘের ওপারে কিছু বৃষ্টি,
আহ মিষ্টি! 

রেশমে বুননে 
যেন চাই,
লজ্জায় তবু 
মরে যাই,
গলে পড়ে পাথরের সৃষ্টি,
মেঘের ওপারে কিছু বৃষ্টি, 
আহ মিষ্টি! 

Sunday, June 3, 2018

রগরগে রমণের রঙ্গন।

তোমার বুক ঝাঁঝরা হয়ে যাওয়ার আগে
তুমি কি একবার তাকিয়ে ছিলে নিরপেক্ষ নক্ষত্রের দিকে?
একটু পর যেখানে তুমি চলে যাবে 
মিথ্যার মর্মান্তিক মহা-আক্ষেপ মাথায় নিয়ে;

তোমার মস্তিষ্কের নিউরনের ভেতর  তখন কি

ভেজে উঠেছিল দূর ভৌতিক জাহাজের সাইরেন অথবা 
আত্মজাদের আত্মার অকৃত্তিম আর্তনাদ?
যাঁদের নি:শ্বাস তুমি ভীষণ লুকিয়ে রাখতে 
তোমার হৃৎপিন্ডের আরক্ত অনুভাঁজে।

সীমাহীন ষড়যন্ত্রের সীসা তোমাকে শেষ 

সম্ভাষণ জানালো মধ্যরাতে নষ্ট রাজনীতির মতো।।

তুমি অনবদ্য সুন্দরী ! আব্দুল্লাহ বিন জাহিদ

কাঁপা কাঁপা তোমার কোমল ঠোঁটে
রোজ যেন সদ্য গোলাপ ফোটে,
চকচক করা তোমার বক দাঁতে
জোনাকিরা হাসে প্রতি রাতে,
তুলতুলে ওই প্রিয় দুই গাল
লজ্জা পেয়ে অল্পতে হয় লাল!

তোমার নাক বেয়ে উপরেতে যেয়ে
দু'পাশে দু'চোখে-দেখি মায়ার সাগর,
সেখানেতে ডুবে জানিনা তো কত
রাত শেষে করেছি যে ভোর।  

দেখে তোমার যুগল ভ্রু-
ভাবি এইতো তবে শুরু,
কপালে যেয়েও করতে পারিনি শেষ,
আজ ফুলের অভিযোগে যুক্ত
আমার কবিতায় হলো মুক্ত
তোমার কালো মেঘের কেশ।  

কবিতাটি আব্দুল্লাহ বিন জাহিদ ভাইয়ের অনুমতিক্রমে তার ফেসবুক হতে নেয়া হয়েছে।