চলে যেতে চাই,
মাইকেল ফ্যারাডে কিংবা বেঞ্জামিন ফ্রাংক্লিন,
অথবা এডিসনের আলোকিত শহর ছেড়ে ;
এই শহর আমাকে টানেনা ।
ভুলে যেতে চাই মার্ক জুকারবার্গের নীল রঙ এ রঙিন সময়
কিংবা বিল গেটসের এক্সেল-অফিসের
রোবোটিক হিসাব-নিকাশ ।
যেখানে সূর্যের প্রখর রোদে চলে ক্ষুধা-নিবারণ যজ্ঞ,
চন্দ্রালোকে বিশ্রামে খেলে অপার্থিব শব্দের মায়াজাল,
সেখানে সহজ জীবন, সরল হিসেবে যথেষ্ট
আঙ্গুলের কড়-
তবে আর দেরী কেন?
চলো চলে যাই, ভুলে যাই ;
শুদ্ধ জলের উন্মাতাল স্রোতে ভেসে বেড়াই অনন্তকাল ।
মাইকেল ফ্যারাডে কিংবা বেঞ্জামিন ফ্রাংক্লিন,
অথবা এডিসনের আলোকিত শহর ছেড়ে ;
এই শহর আমাকে টানেনা ।
ভুলে যেতে চাই মার্ক জুকারবার্গের নীল রঙ এ রঙিন সময়
কিংবা বিল গেটসের এক্সেল-অফিসের
রোবোটিক হিসাব-নিকাশ ।
যেখানে সূর্যের প্রখর রোদে চলে ক্ষুধা-নিবারণ যজ্ঞ,
চন্দ্রালোকে বিশ্রামে খেলে অপার্থিব শব্দের মায়াজাল,
সেখানে সহজ জীবন, সরল হিসেবে যথেষ্ট
আঙ্গুলের কড়-
তবে আর দেরী কেন?
চলো চলে যাই, ভুলে যাই ;
শুদ্ধ জলের উন্মাতাল স্রোতে ভেসে বেড়াই অনন্তকাল ।
No comments:
Post a Comment