Saturday, May 26, 2018

অস্তাচলের শেষ বনলতা তুমি

অস্তাচলের শেষ বনলতা তুমি 
এসেছো শেষ অক্ষে আমার,
জীবন নৌকার শেষ বৈঠা হাতে
সময় নেই ধূসর ময়দানে যাবার।

অস্তাচলের শেষ বনলতা তুমি
অষ্ট প্রহরের অন্তিমক্ষণে আমি,
সময় নেই স্নিগ্ধ ভালবাসবার
জীবনযু্দ্ধের ফেরারী সৈনিক

অস্তাচলের শেষ বনলতা তুমি
শতাব্দী ধরে জ্বলে 'কয়লা-অবিকল
ললাটে জ্বলে আমার অন্ধকারের সীসা
বিদায় বেলায় সবই যেন অবিচল ।।

No comments:

Post a Comment