Tuesday, May 29, 2018

নারী

ভালোবাসতে চেয়েছি তোমায়
বাধ সেধেছ তুমি,
ভালোবাসিনা তোমায় তাই
কাঁদলে সেই তুমি।

চাইনি আমি,চেয়েছ তুমি

তাই বেধেছি ঘর,
চাইনি আমি-তবুও তুমি
ঘর ভেংগে হলে পর!

ভাংগা-গড়ার নিঠুর খেলার

সব খানেই তুমি যে
জবাবদিহী করার তাই
আমি তবে কে?

০৮.০৯.২০০২

No comments:

Post a Comment